৳ ৩৫০ ৳ ২৯৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
১৯৪৪, বার্লিন শহরের তিরিশ মাইল উত্তর-পূর্বে অবস্থিত রাভেন্সব্রুক। কনসেন্ট্রেশন ক্যাম্প; এক বিকেলে। ফ্রানৎস কাফকার বন্ধু-প্রেয়সী। মিলেনা জাসেনেস্কা হাঁটছেন বন্ধু মার্গারেট বুয়েবার নিউমানের সঙ্গে। মার্গারেট হঠাৎ বললেন, এবার একটা কবিতা আবৃত্তি করা যাক প্রায় আঁতকে উঠলেন মিলেনা, না না কবিতা নয়। কবিতার দিন শেষ। বড়ােজোর কাফকার মতাে সুবিন্যস্ত। ধীমান গদ্য লেখা চলতে পারে মিলেনা জানতেন না যে, ততদিনে তার আর-এক প্রখ্যাত লেখকবন্ধু হারমান। ব্ৰখ উপন্যাস লেখা থেকে নিজকে । পুরােপুরি ইস্তফা দিয়েছেন। কিছুকাল পরে থিওডর এডর্নো তাে রায়ই দিয়ে ফেলবেন, এই ভাষা কোনােপ্রকার মানবিক অনুভব বা বােধ ধারণে ও প্রকাশে অপারগ সুতরাং, আর সাহিত্য। নয়। ভাগ্যিস, মিলেনা ততক্ষণে । কাদামাটির সহযাত্রী, নামহীন গাের নামক ভাগড়ে। কিন্তু কবি; তাঁকে-বা রেহাই দেবে। কোন সে নিয়তি! ভাগাড়ে জন্ম নিয়ে, তাকেও গাইতে হয় গান, ছড়াতে হয়। গলিত জেসমিনের সৌরভ সেই কারুণ্যে অভিষিক্ত পূর্ব । ইউরােপের দুম্পাঠ্য কাব্যলিপির অনুক্রমণে গড়ে উঠেছে এই কাহিনি মরণের না মরণপণ আকাঙ্ক্ষার।
Title | : | আত্মরক্ষার প্রতিবেদন |
Author | : | মোহাম্মদ রফিক |
Publisher | : | বাতিঘর |
ISBN | : | 9789848034668 |
Edition | : | 2nd Edition, 2020 |
Number of Pages | : | 184 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মোহাম্মদ রফিক জন্ম : ২৩ অক্টোবর ১৯৪৩, বাগেরহাটে।। প্রতিষ্ঠানিক পড়াশােনা করেছেন পিরােজপুর, বরিশাল, খুলনা, বগুড়া, রাজশাহী ও ঢাকায়। ছাত্রজীবনে আইয়ুববিরােধী আন্দোলনে যুক্ত থাকার দায়ে সামরিক আইনে তাঁকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেয় সামরিক আদালত। এসময়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরে কাজ করেছেন, যুক্ত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ১৯৮৩ সালে খােলা কবিতা প্রকাশিত হলে তিনি সামরিক শাসকের রােষানলে পড়েন। ১৯৮৭-তে তিনি জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কর্মসূত্রে যুক্ত ছিলেন বাজিতপুর কলেজ, চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ, ঢাকা কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাঁর উল্লেখযােগ্য কাব্যগ্রন্থ : কীর্তিনাশা (১৯৭৯), কপিলা (১৯৮৩), গাওদিয়া (১৯৮৬), স্বদেশী নিঃশ্বাস তুমিময় (১৯৮৮), মেঘ এবং কাদায় (১৯৯১), রূপকথা কিংবদন্তি (১৯৯৯) , বিষখালি সন্ধ্যা (২০০৩), নােনাঝউ (২০০৮), দোমাটির মুখ (২০০৯), কালের মান্দাস (২০১৩) , বন্ধু তুমি প্রসন্ন অবেলায় (২০১৫), চিরহরিতের উপবাস (২০১৯) ইত্যাদি। এছাড়া অরুণ সেনের সম্পাদনায় প্রকাশিত হয়েছে মােহাম্মদ রফিকের নির্বাচিত কবিতা (১৯৯৩)। গদ্যগ্রন্থ : আত্মরক্ষার প্রতিবেদন, দুই খণ্ড (২০০১ ও ২০১৫) , আমার জীবনানন্দ (২০০৩), স্মৃতি বিস্মৃতি অন্তরাল (২০০২), দুরের দেশ নয় আয়ওয়া (২০০৩), খুচরাে গদ্য ভেঁড়া কথা (২০০৭), গল্প সগ্রহ (২০১০)। সাহিত্যকৃতির জন্য অর্জন করেন আলাওল পুরস্কার (১৯৮১), জেবুন্নেসা-মাহবুবউল্লাহ ট্রাস্ট পদক (১৯৯১), আহসান হাবীব পুরস্কার (১৯৯৬), জেমকন সাহিত্য পুরস্কার (২০১৭), প্রথম আলাে বর্ষসেরা সৃজনশীল বই পুরস্কার (২০১৮) এবং বাংলা একাডেমি পুরস্কার (১৯৮৬) ও একুশে পদক (২০১০)।
If you found any incorrect information please report us